বিএনপি নেতাদের সঙ্গে বৃটিশ হাইকমিশনের আলোচনা, নেতাকর্মীদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ
বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা কূটনীতির অপরিহার্য অংশ।
প্রথম নিউজ, ঢাকা : বিএনপি নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে আজ (বুধবার) বৈঠক হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ওই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। অন্যদিকে, বৃটিশ হাইকমিশনের পক্ষে হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টম বার্জ উপস্থিত ছিলেন। একাধিক কূটনৈতিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন নিজেও বৈঠকের খবরটি নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন, " বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা কূটনীতির অপরিহার্য অংশ। আজকে বিএনপির নেতাদের সঙ্গে দেখা করে ভালো লাগছে। পুলিশ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সহিংসতা, বিএনপি নেতাকর্মীদের মৃত্যুতে বৃটেনের উদ্বেগ প্রকাশ করা ছাড়াও বাংলাদেশের বর্তমান ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।"
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews