বিএনপি নেতা রবিউল গ্রেপ্তার
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) রাতে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপি রমনা বিভাগের (নিউমার্কেট জোনের) সিনিয়র সহকারী কমিশনার (এসি) শরীফ মো. ফারুকুজ্জামান বলেন, কলাবাগান এলাকা থেকে শেখ রবিউল আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলাবাগান থানার একটি মামলায় বিএনপির এ নেতা ওয়ারেন্টভুক্ত আসামি।
আজ রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি। এর আগে সোমবার রাতে বিএনপির মিডয়া সেলের সদস্য শায়রুল কবির অভিযোগ করে বলেন, বিএনপি নেতা রবিউল আলমকে রাত ১১টায় নিউমার্কেট থানা পুলিশ তাকে বাসা থেকে আটক করে নিয়ে গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews