ফসলের ক্ষেতে গৃহবধূর লাশ, স্বামী-সতীনসহ গ্রেফতার ৩

ফসলের ক্ষেতে গৃহবধূর লাশ, স্বামী-সতীনসহ গ্রেফতার ৩

প্রথম নিউজ, পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনায় লাইলি বেগম (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে উপজেলার রণগোপালদী ইউনিয়নের দক্ষিণ রণগোপালদী গ্রামের মুগডালের ক্ষেত থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। 

নিহত লাইলি একই ইউনিয়নের পাতারচর গ্রামের শামসুল হক সরদারের মেয়ে। এ ঘটনায় স্বামী ও সতীনসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। 

আটক হওয়া ব্যক্তিরা হলেন— ওই গৃহবধূর স্বামী ফোরকান সিকদার, দ্বিতীয় স্ত্রী মমতাজ ও ফোরকানের কথিত ভাতিজা মঙ্গল গাজী।

স্থানীয়রা যুগান্তরকে জানান, ঘটনার দিন সকালে মুগডালের ক্ষেতে তিন সন্তানের জননী লাইলি বেগমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাইলির লাশ উদ্ধার করেন। 

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী সন্দেহজনকভাবে লাইলি বেগমের স্বামী ফোরকান সিকদার, দ্বিতীয় স্ত্রী মমতাজ ও কথিত ভাতিজা মঙ্গল গাজীকে আটক করেন। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। 

নিহত লাইলির বাবা শামসুল হক সরদারের অভিযোগ বলেন, লাইলির স্বামী প্রায়ই লাইলিকে মারধর করতেন। তার দাবি, লাইলির স্বামী লোকজন নিয়ে লাইলিকে হত্যা করেছেন। 

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— এটা হত্যাকাণ্ড। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্ত করা হবে।