মেসিকে বার্সায় ফেরানো কঠিন: লা লিগা সভাপতি

সাম্প্রতিক সময়ে আর্জেন্টাইন সুপারস্টারকে নিয়ে ব্লাউগ্রানাদের তোড়জোড় সে বার্তাই দেয়।

মেসিকে বার্সায় ফেরানো কঠিন: লা লিগা সভাপতি

প্রথম নিউজ, খেলা ডেস্ক: যে করেই হোক, লিওনেল মেসিকে ফেরাতে চায় বার্সেলোনা। সাম্প্রতিক সময়ে আর্জেন্টাইন সুপারস্টারকে নিয়ে ব্লাউগ্রানাদের তোড়জোড় সে বার্তাই দেয়। তবে মেসিকে দ্বিতীয় দফায় ন্যু-ক্যাম্পে ভেড়ানো সহজ হবে না বলে মন্তব্য করলেন স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। লিওনেল মেসি কি সত্যিই বার্সেলোনায় ফিরছেন? পিএসজি তারকার স্পেন প্রত্যাবর্তন ঝুলে আছে সম্ভাবনার সুতোয়। তবে মেসিকে নিয়ে বার্সা হর্তাকর্তাদের ঘনঘন ইতিবাচক বিবৃতি এবং ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর চর্চা সম্ভাবনাটা জোরদার করছে দিনদিন। স্পেন প্রত্যাবর্তনে মেসির ইচ্ছা থাকলেও বেতন কাঠামো নিয়ে জটিলতায় পড়তে হবে বার্সেলোনাকে। লা লিগা সভাপতি তেবাসের ভাষ্য, মেসিকে ভিড়িয়ে বেতনের সীমা ঠিক রাখতে খেলোয়াড় বিক্রি কিংবা তাদের বেতন কমাতে হবে বার্সেলোনাকে।

আরএমসি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তেবাস বলেন, ‘ মেসির বার্সেলোনায় ফেরার ব্যাপারে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলব, ব্যাপারটা বেশ কঠিন। প্রক্রিয়াটা বেশ জটিল।’ মেসির ফেরার পথে আর্থিক ইস্যুই মূল বাধা বলে জানান তেবাস। তিনি বলেন, ‘দেখুন, বার্সেলোনা মোটেও পিএসজির মতো কোনো ক্লাব নয়, যেখানে অর্থ কোনো সমস্যা নয়। বার্সেলোনার খেলোয়াড়দের মোটা অঙ্কের বেতনে খেলানোর সামর্থ্য নেই।