ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা
উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, পটুয়াখালী : পটুয়াখালীর দুমকিতে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে মো. সাকিব (১৬) নামে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের বাসিন্দা মো. সোলাইমান শরীফ। শারীরিক অসুস্থতার কারণে প্রায় এক বছর ধরে কোনো কাজকর্ম করতে পারেন না তিনি। বাধ্য হয়ে বড় ভাইয়ের সঙ্গে কিশোর বয়সেই সংসারের হাল ধরতে হয়েছে সাকিবের।
সাকিব মানুষের সঙ্গে ইটভাঙা গাড়িতে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় সোমবার কাজ থেকে এসে মাকে বলেন, আমার কিছু ভালো লাগছে না। পরে বিকালে ঘুম থেকে উঠে বাহিরে হাঁটতে যান। সন্ধ্যার পর হঠাৎ সাকিবের বাবা বতসঘরের বারান্দায় আড়ার সঙ্গে সাকিবকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন।
খবর পেয়ে দুমকি থানার ওসি মো. আবদুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে পরিবারের কাজ থেকে লিখিত রেখে লাশ দাফনের অনুমতি দেন।
ওসি বলেন, আত্মহত্যার প্রকৃত কোনো কারণ জানা যায়নি। তবে স্থানীয় লোকজন ও পরিবারের অনুরোধে লিখিত রেখে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews