ফুলবাড়িয়ায় সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে মানববন্ধন
প্রথম নিউজ, ফুলবাড়িয়া: সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ড ঘটনায় মানববন্ধন করেছে ময়মনসিংহের ফুলবাড়িয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ। এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবী করছে সাংবাদিক নেতৃবৃন্দ।
রবিবার (১৮জুন)সকালে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে মেইন রোডে বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে কর্মসূচি পালন করে। এ সময় সাংবাদিক নাদিম হত্যা বিচার দ্রুত সময়ে নিষ্পত্তির দাবি।
দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আলহাজ্ব নুরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সাংবাদিক রফিক আহমেদ মিঠু, আব্দুর রাজ্জাক, আবুল কালাম, এসএম গোলাম ফারুক আকন্দ,আল এমরান,হেলাল উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক কবীর উদ্দিন সরকার হারুন,সাইফুল ইসলাম তরফদার,বিশ্বজিৎ প্রসাদ, আব্দুস সাত্তার,আব্দুল হালিম,আশরাফুল ইসলাম আসাদ,আসাদুজ্জামান, এনায়েতুর রহমান,মোঃ রফিকুল ইসলাম রফিক,মির্জা মনজুরুল হক,ফজলুল হক,আব্দুল মতিন কাজি,আল আমিনসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন সাংবাদিক হাফিজুর রহমান।