ফ্রান্সের পতাকার আদলে সাজলো ভিক্টোরিয়া মেমোরিয়াল
প্রথম নিউজ, ডেস্ক : ঔপনিবেশিক আমলের সহস্র ইতিহাস ধরে রাখা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভারতের অন্যতম পর্যটনকেন্দ্র। এবার সাদা রঙের ঐতিহাসিক ভবনটি ফ্রান্সের জাতীয় পতাকার তিন রং নীল-সাদা-লাল আলোয় সেজেছে।
গত শুক্রবার (১৪ জুলাই) ছিল ফ্রান্সের জাতীয় দিবস। এ দিবস ও ভারত-ফ্রান্স সম্পর্ককে সম্মান জানিয়ে সেদিনই ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ফ্রান্সের জাতীয় পতাকার রঙে সাজানো হয়। দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুদিনের সফরে ফ্রান্সে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মানা লিজিয়ঁ দ্য অনারের গ্র্যান্ড ক্রস তুলে দেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এ সফরে ফ্রান্সে থাকা ভারতীয় প্রবাসীদের সঙ্গে দেখা করেন মোদী।
শুক্রবার সফরের দ্বিতীয় দিনে বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মোদী। তার এ সফরে দুই দেশের মধ্যে আর্থিক, বাণিজ্যিক, প্রতিরক্ষা বিষয়ক বেশকিছু চুক্তি সই হয়।
জানা গেছে, চলতি সফরেই ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান ও ডুবোজাহাজ কেনার বিষয়ে চুক্তি করবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্যারিস সফর থেকে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতে যান মোদী।
এর আগে গত ২০ জুন তিনদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যান তিনি। পরদিন ২১ জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতর প্রাঙ্গনে যোগব্যয়ামের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর পরদিন ২২ জুন ওয়াশিংটনে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। মোদি ও জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি, সমঝোতা সই ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।