ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

প্রথম নিউজ, ডেস্ক : তীব্র প্রতিদ্বন্দ্বিতার দৃষ্টান্ত তৈরি করে মেয়েদের বিশ্বকাপে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে উঠলো তারা। ব্রিসবেনে প্রায় অর্ধলাখ স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতালো অস্ট্রেলিয়া।

কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে স্কোর গোলশূন্য ছিল। টাইব্রেকারেও হয় হাড্ডাহাড্ডি লড়াই, দুই দলকে নিতে হয় ১০টি শট। সেখানে ভিকি বেচো ১০ নম্বর শট পোস্টে মারলে কন্তি ভিনে সুযোগ লুফে নেন এবং ডানদিক দিয়ে তার লক্ষ্যভেদে শেষ চারের টিকিট কাটে অস্ট্রেলিয়া। নাটকীয় পেনাল্টি শুটআউটে ৭-৬ ব্যবধানে জিতে ফ্রান্সকে বিদায় করলো তারা।

অস্ট্রেলিয়া গোলকিপার ম্যাকেঞ্জি আর্নল্ড ফ্রান্সের তিনটি পেনাল্টি সেভ করেন। কিন্তু নিজে শট নিয়ে লক্ষ্যভেদ করতে পারেননি। 

নবম শটে গিয়ে ফ্রান্সের কেঞ্জা ডালির ডানপায়ের শট গোলকিপার রুখে দিলে অস্ট্রেলিয়াকে জেতানোর সুযোগ পান ক্লেয়ার হান্ট। কিন্তু তিনিও গোলকিপারের কাছে পরাস্ত হন।

অবশেষে বেচোর শট পোস্টে লাগলে জয়ের নায়ক হন ভিনে।

২০১১ সালের পর দ্বিতীয়বার সেমিফাইনালের খোঁজে নেমেছিল ফ্রান্স। প্রথমার্ধ ও অতিরিক্ত সময়ে ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু সবগুলো নষ্ট করে। 

অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড ম্যারি ফওলার নির্ধারিত সময়ে গোলের সুযোগ পেয়ে নষ্ট করেন। একবার তাকে ব্লক করেন এলিসা ডি আলমেইডা এবং অধিনায়ক স্যাম কার গোলমুখে পরিষ্কার শট নিতে ব্যর্থ হন।র্

অস্ট্রেলিয়ার সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত হবে ইংল্যান্ড বনাম কলম্বিয়ার শেষ আটের ম্যাচ শেষে। আগামী ১৬ আগস্ট স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় হবে ম্যাচটি।