ফরিদপুরে হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত মো. শিহাবুল ইসলাম এ রায় দেন।
প্রথম নিউজ, ফরিদপুর : ফরিদপুরে মো. আসাদ আলম (২৮) নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত মো. শিহাবুল ইসলাম এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. বাবুল মিয়া (৩২), সাদ্দাম শেখ (৩৭), সুরুজ মিয়া (৩৬), মো. নিশান (৩২) ও মো. রনি (৩২)। বাকি দুজন পলাতক আসামি হলেন, মো. রানা (৩০) ও চাঁন মিয়া (৩৮)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পাঁচ আসামি রায় প্রদানের সময় আদালতে হাজির ছিলেন। অপর দুজনের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ মার্চ সকাল ১০টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার পরিবার পরিকল্পনা অফিসের উত্তর পাশে আসাদকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন আসামিরা। পরে ফরিদপুর মেডিকেলে ৮ মার্চ মারা যান আসাদ। এ ঘটনায় আসাদের ভাই মো. আশরাফুল আলম বাদী হয়ে ১০ মার্চ ফরিদপুর কোতয়ালী থানায় নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অখিল কুমার বিশ্বাস নয়জনের মধ্যে আট জনের নামে অভিযোগপত্র জমা দেন। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয় আসামির মধ্যে মো. নাইমকে (৩৩) বেকসুর খালাস দেন আদালত। বাকি ৭ জনের যাবজ্জীবন সাজার রায় দেন।