ফরিদপুরে ডেঙ্গুতে নারীসহ আরও দুইজনের মৃত্যু
প্রথম নিউজ, ফরিদপুর : ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩০ জনে। এ সময় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭০ জন।
ডেঙ্গুতে মৃতরা হলেন- ফরিদপুরের মধুখালি উপজেলার লক্ষিপুর এলাকার অঞ্জলি সিকদার (৬৩) ও ভাঙ্গা উপজেলার কেরামত শেখ (৪৫)।
ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৭০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৬২ জন। এর মধ্যে ২২ হাজার ৫২১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ফরিদপুরে মারা যাওয়া ১৩০ জনের মধ্যে ১২২ জন মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। বাকী আটজন ফরিদপুর জেনারেল হাসপাতাল, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।