ফের মা হলেন কণ্ঠশিল্পী ন্যানসি

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফের মা হলেন কণ্ঠশিল্পী ন্যানসি
কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি

প্রথম নিউজ, ঢাকা: ফের মা হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বুধবার (২৯ জুন) বিকাল সোয়া ৩টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৭ জুন স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. অঞ্জুমান আরা বেগমের অধীনে ভর্তি হন ন্যানসি। বুধবার বিকালে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। মা ও মেয়ে সুস্থ আছে। তবে বাচ্চার ওজন খানিকটা কম পেয়েছি। বাচ্চাটা দু’একদিন পর্যবেক্ষণে রাখবো।

গত বছর আগস্টের শেষ সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গীতিকবি মহসীন মেহেদী ও কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। এ সংসারে তাদের এটাই প্রথম সন্তান। ২০০৬ সালে ন্যানসি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এ সংসার ভাঙনের পর নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন তিনি। গত বছরের এপ্রিলে আলাদা হয়ে যান ন্যানসি-জায়েদ। এই দুই সংসারে ন্যানসির দুই কন্যা সন্তান রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom