ফেনসিডিল বিক্রি করতে এসে পুলিশ সদস্য আটক

বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া বাজার এলাকার ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।

ফেনসিডিল বিক্রি করতে এসে পুলিশ সদস্য আটক

প্রথম নিউজ, চট্টগ্রাম: ফটিকছড়ির ভূজপুরে ফেনসিডিল বিক্রি করতে এসে এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ওই পুলিশ সদস্যের নাম মুহাম্মদ সাজ্জাদ হোসেন (৩০)। তিনি নাটোরের বনপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জহুরুল ইসলামের ছেলে এবং খাগড়াছড়ির রামগড় থানায় কর্মরত ছিলেন।

বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া বাজার এলাকার ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

১ নম্বর বাগানবাজার ইউপি চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু জানান, সকালে স্থানীয়রা ওই পুলিশ কনস্টেবলকে ফেনসিডিলসহ আটক করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসে। পরে পুলিশ এসে নিয়ে গেছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, আটক সাজ্জাদ রামগড় থানার কনস্টেবল। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে হাতে তুলে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।