ফেনী জামায়াতের আমির-সেক্রেটারিসহ ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
প্রথম নিউজ, ফেনী : ফেনীতে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় জেলা জামায়াতে ইসলামীর আমির এ কে এম শামসুদ্দিন ও সেক্রেটারি মাওলানা আবদুল হান্নানসহ ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার ( ৯ অক্টোবর) রাতে ফেনী মডেল থানার এসআই পলাশ চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন।
ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর ফেনীর ট্রাংক রোডে একটি মিছিল বের করে জেলা জামায়াত। এ সময় পুলিশ বাধা দিলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ফেনীর মডেল থানার উপ-পরিদর্শক মামলার বাদী পলাশ চৌধুরীসহ কয়েকজন আহত হয়।
মামলার অন্য আসামিরা হলেন– জেলা জামায়াতের সহ-দফতর সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সানা উল্লাহ নবী, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহিম, পৌর জামায়াতের আমির মো. ইলিয়াস, সেক্রেটারি নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আতা উল্লাহ, শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ ইসমাইল, আইটি বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, শিবির ফেনী শহর শাখার সভাপতি মো. ইমরান, আব্দুর রহিম মামুন, মীর হোসেন, ক্বারি আলমগীর, ফালাইয়া মাদ্রাসার শিক্ষক আবু বক্কর সিদ্দিক মানিক ও আজিজুর রহমান এবং অজ্ঞাত অনেকে।