ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় হিমুমার্কেট কাঠেরপুল এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন
প্রথম নিউজ,নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় হিমুমার্কেট কাঠেরপুল এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে বিকাল পৌনে ৪ টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন- মো. আল-আমিন (৩০), সুখী আক্তার(২৫), মো. রফিক(৩৫), আলেয়া বেগম (৬৫) ও মো. জামাল উদ্দিন (৪৫)। তারা সকলেই নারায়ণগঞ্জের ফতুল্লার হিমু মার্কেট কাঠেরপুল এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দগ্ধ হয়ে পাঁচজন এসেছে। এদের মধ্যে আল-আমিনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে, সুখী আক্তারের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ ও রফিকের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।
আলামিন ও সুখী আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান এ চিকিৎসক। এছাড়া আলেয়া ও জামালকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধ আলামিনের চাচাতো ভাই মো. রাসেল ঢাকা পোস্টকে বলেন, আলামিন ও সুখী আক্তার দুইজনেই পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন। আজ দুপুরে বাসায় এসে রান্নাঘরে চুলা ধরাতে দিয়াশলাই জ্বালাতেই আগুন ছড়িয়ে পরে। এ ঘটনায় তারা দু'জনসহ পাশে থাকা আরও তিনজন দগ্ধ হয়। এরপর তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: