ক্ষমতায় গেলে চীন ও পাকিস্তানের সাহায্য বন্ধ করব: নিক্কি

মার্কিন পত্রিকা নিউইয়র্ক পোস্টের এক কলামে সাউথ ক্যারোলিনার সাবেক এ গভর্নর এ মন্তব্য করেন।

ক্ষমতায় গেলে চীন ও পাকিস্তানের সাহায্য বন্ধ করব: নিক্কি
ক্ষমতায় গেলে চীন ও পাকিস্তানের সাহায্য বন্ধ করব: নিক্কি

প্রথম নিউজ, ডেস্ক:  যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান নেত্রী নিক্কি হ্যালি বলেছেন, আমি জয়ী হলে বিদেশি সাহায্যের লাগাম টানব। সবার আগে আমি চীন ও পাকিস্তানে মার্কিন অর্থ সহায়তা বন্ধ করব। কারণ যুক্তরাষ্ট্রের মানুষের কষ্টার্জিত অর্থ এভাবে শত্রুভাবাপন্ন দেশকে দিতে চাই না। খবর নিউইয়র্ক পোস্টের। মার্কিন পত্রিকা নিউইয়র্ক পোস্টের এক কলামে সাউথ ক্যারোলিনার সাবেক এ গভর্নর এ মন্তব্য করেন।

নিক্কি হিলি এর আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় বংশোদ্ভূত এ মার্কিন কূটনীতিক তার নিবন্ধে আরও উল্লেখ করেন, গত বছর যুক্তরাষ্ট্র ৪৬ বিলিয়ন ডলার বিশ্বের বিভিন্ন দেশকে সহায়তা হিসেবে দিয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ মার্কিনবিরোধী দেশগুলোকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ নিক্কির।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: