ফুটবল মাঠে মারামারি, প্রাণ হারালেন ফুটবলার
মারামারির ঘটনা ঘটেছে গত ১০ জুলাই। অক্সনার্ড হাই স্কুল মাঠে স্থানীয় টুর্নামেন্টের ম্যাচে খেলছিল দুই দল। মারা যাওয়া মিসায়েল ছিলেন পোর্ট হুয়েনেম দলে।
প্রথম নিউজ ডেস্ক: ফুটবল মাঠে মারামারি থেকে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের ২৯ বছর বয়সী ফুটবলার মিসায়েল সানচেজ। লস অ্যাঞ্জেলসের পশ্চিমে এক ঘণ্টা দূরত্বে উপকূলীয় শহর অক্সনার্ডে ঘটেছে এই ঘটনা।
মারামারির ঘটনা ঘটেছে গত ১০ জুলাই। অক্সনার্ড হাই স্কুল মাঠে স্থানীয় টুর্নামেন্টের ম্যাচে খেলছিল দুই দল। মারা যাওয়া মিসায়েল ছিলেন পোর্ট হুয়েনেম দলে। খবরটি জানাচ্ছে মার্কা, ব্লেচার রিপোর্ট, সিবিএসসহ একাধিক সংবাদমাধ্যম।
ম্যাচ চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হয় দুই দল। এ সময় দুই দলের খেলোয়াড় ছাড়াও মাঠে উপস্থিত দর্শকরা মারামারিতে যোগ দেন।
মারামারির একপর্যায়ে পিটুনি খেতে খেতে জ্ঞান হারিয়ে ফেলেন মিসায়েল। তাকে অচেতন অবস্থায়ই নিয়ে যাওয়া হয় ভেন্টুরা মেডিকেল সেন্টারে। কর্তব্যরত চিকিৎসকরা তখন তাকে বাঁচানোর খুব একটা আশা দেখাতে পারেননি।
শেষ পর্যন্ত সোমবার চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যুবরণ করেন মিসায়েল। ময়না তদন্তের পর মিসায়েলের মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যাবে। মাঠে মারামারির কারণেই যে এ অবস্থা হয়েছে তা নিয়ে সংশয় নেই পুলিশের।
এ ঘটনার বিস্তারিত তদন্তের জন্য এখন সাক্ষী খুঁজছে পুলিশ। যারা সেদিন মাঠে উপস্থিত ছিল তাদেরকে কেউ যদি পুরো ঘটনা ভিডিও করে থাকে তাহলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews