পোস্তগোলা সেতুতে পড়ে ছিল মরদেহ, মাথায় জখম
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর পোস্তগোলা সেতুর ওপর থেকে মাথায় জখম অবস্থায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ আগস্ট) দিনগত রাত সোয়া ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার এএসআই (উপ-পরিদর্শক) বিকাশ বলেন, আমরা খবর পেয়ে গতরাতে শ্যামপুর সেতুর ওপর টহল দেওয়ার সময় অজ্ঞাত ওই ব্যক্তিকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।