পেলের জন্য মেসি-রোনালদো-নেইমারদের শোক

পেলের জন্য মেসি-রোনালদো-নেইমারদের শোক
পেলের জন্য মেসি-রোনালদো-নেইমারদের শোক

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: পেলের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার বর্তমান খেলোয়াড়দের জন্য উদাহরণ স্বরূপ ছিল। নিঃসন্দেহে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার কিংবা কিলিয়ান এমবাপ্পেদের কাছে ব্রাজিলিয়ান গ্রেট ছিলেন অনুকরণীয়। প্রিয় তারকার প্রয়াণে শোক প্রকাশ করেছেন মেসি-রোনালদোরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শেষ হয় ব্রাজিলের শিরোপা যাত্রা। এরপর সাও পাওলোর হাসপাতালের বিছানায় শুয়েই আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে সমর্থন যুগিয়েছেন পেলে। বলেছেন, বেঁচে থাকতে মেসির হাতে শিরোপা দেখতে চান তিনি। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে পেলের ইচ্ছা পূরণ করেছেন মেসি। কালো মানিকের প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’

পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো পেলের সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে জনাব এডসন আরান্তেস দো নাসিমেন্তোর পরিবারের প্রতি। ফুটবলের চিরন্তন রাজার বিদায়। ফুটবল বিশ্ব যে ব্যথা অনুভব করছে তা প্রকাশ করা সম্ভব নয়। তিনি লাখো মানুষের অনুপ্রেরণা। আজ, কাল এবং সারাজীবনের জন্য দৃষ্টান্ত। আমার প্রতি সব সময় যে স্নেহ তিনি দেখিয়েছেন তা অসাধারণ ছিল। তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন। ফুটবলপ্রেমীদের স্মৃতিতে থেকে যাবেন। শান্তিতে ঘুমান রাজা পেলে।’

বিশ্বকাপ চলাকালেই শারীরিক অবস্থার অবনতি হয় পেলের। মাঝে মৃত্যুর গুজবও ছড়ায় ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোতে। বিশ্বকাপের শেষ ষোলো জিতে স্টেডিয়ামে পেলের ব্যানার উড়িয়ে তার সুস্থতা কামনা করেন নেইমার-ভিনিসিউস জুনিয়ররা। বিশ্বকাপ জিতে পেলেকে উৎসর্গ করতে চেয়েছিলেন তারা। পেলের মৃত্যুতে ব্রাজিল ফরোয়ার্ড নেইমার লিখেছেন, ‘কোথায় যেন পড়েছিলাম, পেলের আগে (জার্সির) ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। আমি বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্পের রূপ দিয়েছেন, আনন্দে ভরিয়ে দিয়েছেন। তিনি দরিদ্রদের, কালোদের কণ্ঠস্বর দিয়েছেন। বিশেষ করে বিশ্বে ব্রাজিলিয়ানদের দৃশ্যমান করেছেন। ফুটবল এবং ব্রাজিলের উন্নয়নের জন্য রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন, কিন্তু তার জাদু থেকে গেছে। পেলে চিরন্তন।’

কিলিয়ান এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার কীর্তি কখনো আমাদের ছেড়ে যাবে না। শান্তিতে ঘুমান রাজা।’ ইংলিশ তারকা রাহিম স্টার্লিং লিখেছেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom