‘প্রিয়তমা’র ফার্স্ট লুক সামনে আনলেন শাকিব খান

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করেন শাকিব।

‘প্রিয়তমা’র ফার্স্ট লুক সামনে আনলেন শাকিব খান

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: শাকিব-বুবলীর সম্পর্কের টানাপোড়েন তুঙ্গে। শাকিবের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন চিত্রনায়িকা বুবলী।এ নিয়ে নেটিজেনদের কাঠগড়ায় শাকিব খান। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বিতর্কের মধ্যে নতুন সিনেমা প্রিয়তমার ফার্স্ট লুক সামনে এনেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করেন শাকিব। ক্যাপশনে লেখেন, ‘যাত্রা শুরু।’ সেই সঙ্গে হ্যাশট্যগ দিয়ে লিখেছেন, ‘প্রিয়তমা’ ‘ঈদুল আজহা’।

পোস্টারটি সামনে আসার মুহূর্তেই ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির মানুষের মাধ্যেও উন্মাদনা সৃষ্টি করেছে। এতে শাকিব খানকে আকর্ষণীয় লুকে প্রেজেন্টেশন করা হয়েছে। শাকিব লম্বা চুল, মুখ ভর্তি আকর্ষণীয় দাড়ি, ঠোঁটে ঝলন্ত সিগারেট ও কানে স্ট্যাড (ইয়ার রিং) দিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে।  একইসঙ্গে পোস্টারে লক্ষ্য করা গেছে, তার শরীরে ধূসর রঙের ফুল হাতা শার্ট, হাতে ব্রেসলেট পরিহিত অবস্থায় ঘাড়ে হাত দিয়ে বিষাদগ্রস্ত চাহনিতে অনেক দূর তাকিয়ে আছেন অভিনেতা। এমন লুকে শাকিবকে দেখে তার অগণতি অনুরাগীরা মুগ্ধ হয়েছেন এবং তাকে শুভকামনা জানাচ্ছেন। 

এ ছাড়া সিনে ইন্ডাস্ট্রির লোকজনও শাকিবকে শুভকামানা জানাচ্ছেন। শাকিবের পেজে প্রিয়তমা ছবির পোস্টারটি ২০ ঘণ্টার ব্যবধানে ৮৭ হাজারের বেশি রিঅ্যাকশন জমা পড়েছে।  ‘প্রিয়তমা’র গল্প লিখেছেন ফারুক হোসেন। এই ছবিতে শাকিবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। 

সম্প্রতি প্রিয়তমা সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে শাকিব খান এক সাক্ষাৎকারে বলেন, বুবলীর সঙ্গে তার অফ স্ক্রিন ও অন স্ক্রিন কোনো ধরনের সম্পর্ক নেই। জবাবে বুবলী বলেন, এখনও তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি।