প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত দিল্লি, ৪ জনের মৃত্যু

প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত দিল্লি, ৪ জনের মৃত্যু

প্রথম নিউজ, অনলাইন:   আজ শুক্রবার (২ মে) ভোরে দিল্লিতে প্রবল বৃষ্টিপাত, তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে জনজীবন চরমভাবে ব্যাহত হয়েছে। তাপপ্রবাহ থেকে স্বস্তি মিললেও এই প্রতিকূল আবহাওয়ার কারণে রাজধানীজুড়ে দেখা দিয়েছে যানজট, জলাবদ্ধতা ও বিপজ্জনক পরিস্থিতি।

ভারি বৃষ্টির প্রভাবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে সমস্যা দেখা দেয়। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক্স হ্যান্ডলের একটি বিবৃতিতে জানিয়েছে, ঝোড়ো হাওয়া ও খারাপ আবহাওয়ার কারণে কিছু বিমান পরিষেবা ব্যাহত হয়েছে।
যাত্রীদের অনুরোধ করা হচ্ছে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখতে। ঝড়ের প্রভাবে দিল্লি বিমানবন্দরের কাছে একটি ধাতব কাঠামো ভেঙে পড়েছে। শহরের একাধিক এলাকায় গাছপালা উপড়ে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়।

ইতিমধ্যে ভারতের আবহাওয়া দপ্তর দিল্লি ও উত্তর ভারতের অন্যান্য রাজ্যের জন্য রেড এলার্ট জারি করেছে।
আরো বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশসহ বেশ কিছু রাজ্যে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গুজরাটের দ্বারকায় খারখারি গ্রামে ভোরে ঝড়ের সময় কৃষিজমির ওপর একটি টিউবওয়েল ঘরের ওপর গাছ ভেঙে পড়লে এক পরিবারের চারজন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন ২৬ বছর বয়সী জ্যোতি ও তার তিন শিশুসন্তান। আহত হয়েছেন তার স্বামী অজয়।
ভারতের উত্তর প্রদেশের খানপুর থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, গাড়িগুলো হাঁটুসমান পানির মধ্য দিয়ে চলাচলের চেষ্টা করছে। একজন যাত্রী জানান, তিনি ভোর ৫টা থেকে লক্ষ্মী নগরে নিজের অফিসে যাওয়ার পথে যানজটে আটকে ছিলেন। 

দিল্লির পানি মন্ত্রী পারভেশ ভার্মা শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মিন্টো ব্রিজ ও আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, চারটি পাম্পই সচল ছিল ও অপারেটররা সক্রিয় ছিলেন। তিনি একটি ফাটা পাইপের খোঁজ পেয়ে দ্রুত মেরামতের নির্দেশ দেন এবং আশ্বাস দেন বর্ষা সামনে রেখে সংশ্লিষ্ট দপ্তরগুলো নিয়মিত নর্দমা পরিষ্কার করার।
ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। নাগরিকদের সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।