প্রিন্স হ্যারিকে তালেবান নেতা নিহতরা দাবার ঘুঁটি নয়, নিরীহ মানুষ
প্রকাশ পেতে যাচ্ছে ব্রিটিশ রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস করা প্রিন্স হ্যারির আত্মজীবনীমূলক বই ‘স্পেয়ার
প্রথম নিউজ, ডেস্ক : নিজের স্মৃতিকথায় ব্রিটিশ রাজপরিবারের নানা কলহের বিস্ফোরক তথ্য প্রকাশের পাশাপাশি, সামরিক বাহিনীর দায়িত্ব পালনকালে ২৫ আফগান নাগরিককে হত্যার কথা জানিয়েছেন ডিউক অব সাসেক্স। এ তথ্য জানার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে তালেবানের এক শীর্ষ নেতা মন্তব্য করেছেন, প্রিন্স হ্যারি আপনি যাদের হত্যা করেছেন তারা দাবার ঘুঁটি নয়, নিরীহ মানুষ।
প্রকাশ পেতে যাচ্ছে ব্রিটিশ রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস করা প্রিন্স হ্যারির আত্মজীবনীমূলক বই ‘স্পেয়ার’। আত্মজীবনীতে একের পর এক বিস্ফোরক তথ্য দিয়েছেন তিনি। তার বই আসার আগেই ব্রিটিশ পরিবারে তার সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনা প্রকাশ পাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।
আফগান যুদ্ধ সম্পর্কে তিনি জানিয়েছেন, আফগানিস্তানে যুদ্ধে অংশ নিয়ে ২৫ জনকে হত্যা করেছিলেন। তবে ওই হত্যাকাণ্ড তার কাছে মনে হয়েছিল দাবার বোর্ড থেকে ‘ঘুঁটি সরিয়ে’ নেওয়ার মতো।
শুক্রবার তালেবান নেতা আনাস হাক্কানি আল-জাজিরাকে বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, প্রিন্স হ্যারি যে দিনগুলোতে ২৫ জনকে হত্যার কথা উল্লেখ করেছেন সেসব দিনে হেলমান্দে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, এটা স্পষ্ট যে সেই হামলা নিরীহ ও বেসামরিক লোকদের টার্গেট করে করা হয়েছিল।
আনাস হাক্কানি আরও বলেন, ২০ বছর ধরে চলা আফগান যুদ্ধের এটি যুদ্ধাপরাধের গল্পের একটি অংশ মাত্র। এটি অপরাধের পুরো চিত্র নয়।
তালেবান নেতা এর আগে ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ এনেছিলেন।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখিও প্রিন্স হ্যারির মন্তব্যের সমালোচনা করেছেন।
২০২১ সালের ৩১ আগস্ট ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে আফগানিস্তানের মাটি ত্যাগ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সৈন্যরা। সেই যুদ্ধে বহু আফগান নাগরিক হতাহত হয়েছেন। দেশ ছেড়ে পালিয়েছেন আরও অনেকে। অর্থনীতিতে ব্যাপক ধস নামে দেশটির। বর্তমানে সশস্ত্র গোষ্ঠী তালেবান দেশ পরিচালনা করছে। তবে এখনও রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরেনি আফগানিস্তানের।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews