প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে বাস-ট্রেনে উপচেপড়া ভিড়
আজ বুধবার (২ আগস্ট) দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান থেকে বাস ও স্টেশন থেকে ট্রেনে করে রংপুরে যেতে দেখা যায় হাজারো মানুষকে।
প্রথম নিউজ, দিনাজপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সবকটি জেলা থেকে বাস, ট্রাক, মোটরসাইকেল ও ট্রেনে করে রংপুরে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বুধবার (২ আগস্ট) দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান থেকে বাস ও স্টেশন থেকে ট্রেনে করে রংপুরে যেতে দেখা যায় হাজারো মানুষকে। রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফর উপলক্ষে রেলওয়ে পশ্চিমাঞ্চল (লালমনিরহাট) থেকে আটটি বিশেষ ট্রেন ছাড়া হয়েছে। এরমধ্যে দিনাজপুর স্টেশনের ওপর দিয়ে তিনটি বিশেষ ট্রেন রংপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ট্রেনগুলো ছিল যাত্রীবোঝাই।
পাঁচ শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ট্রেনে রওয়ানা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন, রংপুরে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে তার ইউনিয়ন থেকে পাঁচ শতাধিক মানুষ নিয়ে যাচ্ছেন। যাওয়ার জন্য সুন্দর ব্যবস্থাপনায় তিনি খুব খুশি।
ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব হাসান বলেন, ‘আমরা সদর উপজেলা থেকে বাসযোগে রংপুরে প্রধানমন্ত্রীর জনসভায় যাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে।’
দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট একেএম জিয়াউর রহমান বলেন, দিনাজপুর স্টেশন হয়ে তিনটি বিশেষ ট্রেন যাত্রী নিয়ে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। মানুষ যাতে নির্বিঘ্নে প্রধানমন্ত্রীর জনসভায় যেতে পারেন সেজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে আগাম ভাড়া পরিশোধ করা হয়েছে।