প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ না করে নষ্ট করলেন ইউএনও
প্রধানমন্ত্রীর উপহার দুবছরেও বিতরণ করেননি বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।
প্রথম নিউজ বগুড়া : প্রধানমন্ত্রীর উপহার দুবছরেও বিতরণ করেননি বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। বদলি হওয়ায় চলে যাওয়ার আগমুহূর্তে উপজেলা চেয়ারম্যানের কাছে তিনি ২২১ বস্তা ত্রাণসামগ্রী হস্তান্তর করেছেন। এই ত্রাণসামগ্রী সাম্প্রতিক সময়ের নয়। ২০২১ সালের করোনাকালীন ‘প্রধানমন্ত্রীর উপহারের’। খাবার অযোগ্য এসব ত্রাণসামগ্রীর কথা জানাজানি হওয়ার পর থেকে এলাকায় চলছে সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউএনও সঞ্জয় কুমার মহন্তকে গত ৭ মার্চ ধুনট থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বদলি করা হয়। গত বৃহস্পতিবার ছিল ধুনট উপজেলায় তার শেষ কর্ম দিবস। ওইদিন বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের সরকারি বাসভবন থেকে ২২১ বস্তা নষ্ট হয়ে যাওয়া খাবার অযোগ্য ত্রাণসামগ্রী উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনের সরকারি বাসভবনে রাখেন।
এ বিষয়ে ইউএনও সঞ্জয় কুমার মহন্ত বলেন, ‘২০২২ সালের ২৫ জুলাই ৫০০ বস্তা বরাদ্দ পাওয়া যায়। কিন্তু এলাকায় বন্যা না থাকায় খাবারগুলো বাসায় সংরক্ষণ করি। পরবর্তী সময়ে অসহায় মানুষের মাঝে ২৩০ বস্তা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট খাবার ঈদের আগে আশ্রয়ণের বাসিন্দাদের মাঝে বিতরণ করা হবে। কিন্তু বদলিজনিত কারণে উপজেলা চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছি। তবে কয়েকটি বস্তা নষ্ট হয়েছে।’
স্থানীয়রা বলছেন, প্রধানমন্ত্রীর উপহার ঘরে লুকিয়ে রেখে তিনি সরকারি কাজে গাফিলতির পরিচয় দিয়েছেন। এ জন্য ইউএনওকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক বলেন, ইউএনও সরকারি ত্রাণ বিতরণ না করে নষ্ট করেছেন। বিষয়টির তদন্তসাপেক্ষে ইউএনওর শাস্তি হওয়া উচিত।