প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লীগে বাংলাদেশ

এএফসি চ্যাম্পিয়ন্স লীগে কখনও খেলার সুযোগ পায়নি বাংলাদেশের কোনো ক্লাব। এবার ২০২৩ সালের জন্য সেই সুযোগ এসেছে।

প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লীগে বাংলাদেশ
প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লীগে বাংলাদেশ

প্রথম নিউজ, ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লীগে কখনও খেলার সুযোগ পায়নি বাংলাদেশের কোনো ক্লাব। এবার ২০২৩ সালের জন্য সেই সুযোগ এসেছে। আগামী বছর এশিয়ার সর্বোচ্চ এই ক্লাব প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একটি ক্লাব খেলার সুযোগ পাবে। তবে শুরুতে বাছাই পর্বে লড়াই করতে হবে বাংলাদেশের ক্লাবটিকে। এছাড়া যথারীতি এএফসি কাপে দুটি দলের খেলার সুযোগ থাকছে। চ্যাম্পিয়ন্স লীগে শুধু সৌদি আরব ও ইরান থেকে সর্বোচ্চ তিনটি দল সরাসরি খেলার সুযোগ পাবে। এরপরই দুটি করে দল রয়েছে কাতার ও উজবেকিস্তানের। এছাড়া দক্ষিণ এশিয়া থেকে শুধুমাত্র ভারতের একটি দল সরাসরি খেলে থাকে। এবারই প্রথম বাংলাদেশ থেকে কোনো দল  খেলার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বসুন্ধরা কিংসের চ্যাম্পিয়ন্স লীগের বাছাই পর্বে খেলার কথা। আর ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি কাপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করার কথা আবাহনীর।

বসুন্ধরা কিংস যদি চ্যাম্পিয়ন্স লীগে বাছাইপর্ব উতরাতে না পেরে তখন তাদের  এএফসি কাপে খেলার সুযোগ থাকছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ কলেন, ‘এএফসি এখনও আমাদের কাছে নাম চায়নি। শুধু স্লটটা ঠিক হয়েছে। এবার এএফসি কাপের পাশাপাশি চ্যাম্পিয়নস লীগের বাছাই পর্বে বাংলাদেশের ক্লাব থাকছে। তিনটি দল খেলবে এএফসির ক্লাব ফুটবলে। সামনে লীগ কমিটির সভা আছে সেখানেই ক্লাব তিনটি চূড়ান্ত করবো আমরা। লীগ চ্যাম্পিয়ন হিসেবে বসুন্ধরা কিংস ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে আবাহনী এবারও এএফসির টুর্নামেন্ট খেলছে এটা নিশ্চিত। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom