প্রথম ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন আলিয়া?

বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম আলিয়া ভাট

 প্রথম ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন আলিয়া?
 প্রথম ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন আলিয়া-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম আলিয়া ভাট। ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে অভিনয়ে পা রাখেন প্রযোজক মহেশ ভাটের মেয়ে আলিয়া। তার পর সাফল্যের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠে যান, আর ফিরে তাকাতে হয়নি তাকে। গত কয়েক বছরে ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘ডার্লিংস’, ‘কপূর অ্যান্ড সন্স’-সহ বেশ কয়েকটি সফল ছবি ও সিরিজ উপহার দিয়েছেন তিনি। কিন্তু এত কিছুর পরও আলিয়া জানেন না, তার বার্ষিক আয় কত!

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথা বলে চমকে দিয়েছেন নায়িকা। তিনি জানান, প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর জন্য ১৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। সেই চেক মা সোনি রাজদানের হাতে তুলে দিয়ে আলিয়া বলেছিলেন, ‘এই সব তুমিই সামলাও।’ মেয়ের অনুরোধে সেই দায়িত্ব নিয়েছিলেন সোনি। আলিয়া জানান, এখনো তিনি তার অ্যাকাউন্ট নিজে চালান না। অনেক দিন মা দেখাশোনা করেছেন, এখন কর্মচারী আছেন।

এর পরই আলিয়া বলেন, ‘সত্যিই জানি না, আমার ব্যাংক ব্যালান্স কত। টাকাপয়সার হিসাব আমি কোনও দিন রাখিনি। সামলাতে পারি না এসব।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom