প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা মেয়ে থেকে পুরুষ হতে চান
প্রেসিডেন্সির ছাত্রী সুচেতনা কলেজেও চিহ্নিত হয়েছিলেন তাঁর পুরুষালি ভাবের জন্যে।
প্রথম নিউজ, কলকাতা: ছিলেন সুচেতনা ভট্টাচাৰ্য। হতে চান- সুচেতন ভট্টাচাৰ্য। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যর মেয়ে এমনই ইচ্ছা প্রকাশ করলেন। একটি এল জি বি টি কিউ সমাবেশে সুচেতনা এই ইচ্ছা ব্যাক্ত করেন। সুচেতনা বলেন, ট্রান্স ওম্যান হিসেবে তিনি নিজে বহুবার অপমানের শিকার হয়েছেন। এই সমাজে ট্রান্স জেন্ডাররা যে এখনও ব্রাত্য, সেই কথা জানিয়ে সুচেতনা বলেন- আমি এই মানসিকতার বদল চাই। তাই নিজে লিঙ্গ পরিবর্তন করে পুরুষে পরিণত হতে চাই। সুচেতনা বুদ্ধদেব ভট্টাচাৰ্য ও মিরা ভট্টাচাৰ্যর একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই সুচেতনার মধ্যে পুরুষালি ভাবটা প্রবল। একটা সময়ে বুদ্ধ বাবুর এক নিরাপত্তা রক্ষী স্যালুট করেননি বলে সুচেতনা ক্ষিপ্ত হয়েছিলেন।
প্রেসিডেন্সির ছাত্রী সুচেতনা কলেজেও চিহ্নিত হয়েছিলেন তাঁর পুরুষালি ভাবের জন্যে।