পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু
প্রথম নিউজ, টাঙ্গাইল : টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার কাগমারার পন্ডিতপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।নিহতরা হলেন, ওই এলাকার মো. ওয়াহাব মিয়ার মেয়ে ওয়াছেনা আক্তার (৫) ও জাহাঙ্গীরের ছেলে রিহান মিয়া (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
স্থানীয় কাউন্সিলর মো. সাইফুল ইসলাম সরকার বলেন, ওই দুই শিশু সকালে উঠানে খেলা করছিল। এক পর্যায়ে তারা পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাদের বাড়ির সদস্যরা খোঁজাখুঁজির এ পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।