পদযাত্রার মাধ্যমে আগামীতে ঢাকা ঘেরাও করা হবে: ডা. মাজহার

পদযাত্রা ডাহুকের মোড় থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ে যেয়ে শেষ হয়।

পদযাত্রার মাধ্যমে আগামীতে ঢাকা ঘেরাও করা হবে:  ডা. মাজহার

প্রথম নিউজ, গাজীপুর: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেন, গাজীপুর মহানগরসহ সারা বাংলাদেশের যে পদযাত্রার শুরু হয়েছে, এভাবে সারাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা ঘেরাও করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী আদায় করা হবে।

আজ রবিবার গাজীপুর মহানগর বিএনপির পদযাত্রা শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পদযাত্রা ডাহুকের মোড় থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ে যেয়ে শেষ হয়।

এ সময়ে গাজীপুর মহানগর বিএনপি সদস্যসচিব শওকত হোসেন সরকার, যুগ্ম আহবায়ক রাকীব উদ্দিন সরকার পাপ্পু  মেহেদী হাসান এলিস, আঃ সালাম শামীম, সুরুজ আহাম্মদ  উপস্থিত ছিলেন।