পদ্মায় গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকা থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

প্রথম নিউজ, কুষ্টিয়া: কুষ্টিয়ার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকা থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। নিহত শিশুরা হলো- ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকার লিপন মন্ডলের ছেলে রিফাত মন্ডল (৮) ও কুষ্টিয়ার ইবি থানার শান্তিডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে মোরসালিন (৬)।
স্থানীয়রা জানান, শিশু দুইজন সকাল থেকে নিখোঁজ ছিল। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন সন্ধ্যায় এলাকায় মাইকিং করেন। পরে রাতে পদ্মা নদী থেকে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews