পটুয়াখালী কারাগারে হাজতির মৃত্যু
প্রথম নিউজ, পটুয়াখালী : পটুয়াখালী জেলা কারাগারে মোসলেম আলী খলিফা (৬৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও জেলা কারাগার সূত্র জানায়, মোসলেম আলী খলিফা কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামের মৃত ছলেম উদ্দিন খলিফার ছেলে। গত ৩ জুলাই থেকে তিনি কারাগারে আছেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে আসছিলেন। কারাগারে আসার পরও কারা হাসপাতালের মাধ্যমে তার চিকিৎসা চলছিল।
সোমবার বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিক কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম জানান, মোসলেম আলী খলিফার মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আজ মঙ্গলবার ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।