পুঁজিবাজার বন্ধ আজ
প্রথম নিউজ, ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ (বৃহস্পতিবার) দেশের পুঁজিবাজারের লেনদেন ও কার্যক্রম বন্ধ থাকবে। এরপর সপ্তাহিক ছুটির কারণে শুক্র ও শনিবার আরও দুদিন লেনদেন বন্ধ থাকবে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূইয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকার ছুটি ঘোষণা করেছে। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় রেখে আমরাও বৃহস্পতিবার পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, বৃহস্পতিবার পুঁজিবাজারের অফিস কার্যক্রম ও লেনদেন বন্ধ থাকবে। এরপর দুদিন সপ্তাহিক ছুটি। রোববার (২০ মার্চ) থেকে যথানিয়মে পুঁজিবাজারের লেনদেন চালু থাকবে। অর্থাৎ সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। তার সঙ্গে দিনের শুরু ও শেষে আরও ১৫ মিনিট করে লেনদেনের সুযোগ রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews