পাকিস্তানে বাচ্চাদের পোলিও টীকা না খাওয়ালে জেল, জরিমানা

এই জেলের মেয়াদ হবে এক মাস। জরিমানা করা হবে ৫০ হাজার রুপি।  এই আইনে স্বাক্ষর হয়েছে গত সপ্তাহে। আগামী মাসে তা কার্যকর হবে।

পাকিস্তানে বাচ্চাদের পোলিও টীকা না খাওয়ালে জেল, জরিমানা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: শিশুদের পোলিও টীকা খাওয়াতে অস্বীকৃতি জানালে পাকিস্তানে অভিভাবকদের জরিমানা ও জেল হবে। এই জেলের মেয়াদ হবে এক মাস। জরিমানা করা হবে ৫০ হাজার রুপি।  এই আইনে স্বাক্ষর হয়েছে গত সপ্তাহে। আগামী মাসে তা কার্যকর হবে। অনলাইন দ্য গাডির্য়ান এ খবর দিয়েছে। এতে বলা হয়, নতুন আইনটি সচল করা হচ্ছে সিন্ধু প্রদেশে। সেখানে এখনও অনেক পিতামাতা সন্তানদের পোলিও টীকা খাওয়াতে অনীহা প্রকাশ করেন। মুসলিম রক্ষণশীল পরিবারগুলোতে এই অনীহা বেশি। এটি একটি সংক্রামক রোগ।

এ থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে এবং পোলিওকে নির্মূল করতে এমন আইন করা হয়েছে। একই সঙ্গে দেয়া হবে ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি, হাম, মাম ও রুবেলার টীকা।  

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শাজিয়া মারি দ্য গার্ডিয়ানকে বলেছেন, টীকা নিতে অস্বীকৃতি জানানো মানুষদের বিরুদ্ধে ব্যবহার করা হবে এই আইন। পাকিস্তান থেকে এই পোলিও ভাইরাসকে নির্মূল করতে অবশ্যই ব্যতিক্রমধর্মী পদক্ষেপ নেয়া হবে। এই ভাইরাস এখনও আমাদের দেশে এন্ডেমিক হিসেবে রয়ে যাওয়ার অনেক কারণ আছে। আমরা সেসব সমস্যার সমাধান করার চেষ্টা করছি। বিশ্বস্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, এ বছর পাকিস্তানে দুটি পোলিও আক্রান্তের তথ্য পাওয়া যায়। আগের বছর এ সংখ্যা ছিল ২০। বর্তমানে পাকিস্তান এবং আফগানিস্তান হলো দুটি দেশ, যেখানে এখনও মানুষের জীবনযাত্রার সঙ্গে পোলিও সংক্রমণ মিশে আছে।