পাকিস্তানে দ্বিতীয়বার ঘর বাঁধলেন শাহরুখের নায়িকা

পাকিস্তানে দ্বিতীয়বার ঘর বাঁধলেন শাহরুখের নায়িকা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: নতুন সিনেমা দিয়ে যখন বক্স অফিসে বাজিমাত করছেন বলিউড কিং শাহরুখ খান, তখন তার সুন্দরী নায়িকা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে। বিয়ে করেছেন শাহরুখের ‘রইস’ অভিনেত্রী মাহিরা খান। রোববার (১ অক্টোবর) ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে সেরেছেন নায়িকা। সেই ছবি-ভিডিও এখন নেটপাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে।

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মাহিরা। সেই গুঞ্জন এবার সত্যই হলো। পাকিস্তানি ব্যবসায়ী সেলিম কারিমের সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী। শুধু পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতি ছিল সেখানে। বিয়ের খবর নিশ্চিত করেছেন মাহিরার ম্যানেজার অনুষা তালহা।

বিয়েতে প্যাস্টেল শেডের লেহেঙ্গায় সেজেছিলেন মাহিরা খান। সাদা ফুলে সেজে উঠেছিল বিয়ের আসর। ওড়নায় মুখ ঢেকে সেলিমের দিকে এগিয়ে যান অভিনেত্রী। দুজনেই তখন আবেগপ্রবণ। চোখে পানি। ওড়না সরিয়ে মাহিরার কপালে চুমু এঁকে দেন সেলিম। জড়িয়ে ধরেন।

পাঁচ বছর ধরেই পাকিস্তানি ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন মাহিরা খান। ২০২০ সালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সে কথা স্বীকার করেছিলেন অভিনেত্রী। এবার ২০২৩ সালের ১ অক্টোবর ঘনিষ্ঠদের সাক্ষী রেখে বিয়ে সারলেন তিনি।