পিএসসি’র সদস্য আওয়ামী লীগের উপ-কমিটিতে

সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্য হয়েও কীভাবে একটি রাজনৈতিক দলের সদস্য হলেন প্রফেসর দেলোয়ার তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

পিএসসি’র সদস্য আওয়ামী লীগের উপ-কমিটিতে

প্রথম নিউজ, অনলাইন: আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হয়েছেন সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন। সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্য হয়েও কীভাবে একটি রাজনৈতিক দলের সদস্য হলেন প্রফেসর দেলোয়ার তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। যেটি সরকারি চাকরিবিধির লঙ্ঘন ও শপথের মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে মনে করছেন অনেকে। গত ২৪শে জুলাই আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে কমিটি অনুমোদন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেখানে চেয়ারম্যান করা হয়েছে অ্যাম্বাসেডর মোহাম্মদ জমিরকে। আর সদস্য সচিব করা হয়েছে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে। ৫৬ সদস্য বিশিষ্ট কমিটিতে বিশেষজ্ঞ সদস্য করা হয়েছে পাঁচ জনকে। পাঁচ বিশেষজ্ঞ সদস্যের তৃতীয় স্থানে রয়েছে প্রফেসর দেলোয়ারের নাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান। ২০২২ সালের ৩রা ফেব্রুয়ারি পিএসসি’র সদস্য হিসেবে নিয়োগ পান ড. দেলোয়ার।