পি কে হালদারদের দেয়া তথ্যে গোয়েন্দাদের হানা, গ্রেপ্তার ৯
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পি কে হালদারদের জাল ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এরাই দিয়েছিলো, সেই ব্যাপারে তারা নিশ্চিত নয়।
প্রথম নিউজ, ডেস্ক: লাগাতার জেরায় ভাঙবো তবু মচকাবো না নীতি নেয়া পি কে হালদার এবং তার সঙ্গীদের কাছে তথ্য পেয়ে শনিবার রাতে মধ্য কলকাতার বউবাজারে হানা দিয়েছিলো কলকাতা পুলিশের গোয়েন্দা বাহিনী। জাল নথি প্রস্তুতের একটি ডেরা আবিষ্কৃত হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৯ জন। তবে, কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পি কে হালদারদের জাল ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এরাই দিয়েছিলো, সেই ব্যাপারে তারা নিশ্চিত নয়। তবে, জাল নথিচক্রগুলি যেহেতু এক সুতোয় জড়ানো থাকে তাই কান টানলে মাথা আসে নীতি নিয়েছে গোয়েন্দা দপ্তর।
বউবাজারে সোনা রুপোর দোকানগুলির পিছনে একটি ঘিঞ্জি গলিতে চলত জাল নথির কারবার। গোয়েন্দারা হানা দিয়ে উদ্ধার করেছে বেশ কয়েকটি ল্যাপটপ, কপিয়ার মেশিন, ক্যামেরা এবং মোবাইল ফোন। বেশ কিছু জাল ভোটার কার্ড ও আধার কার্ডও উদ্ধার হয়েছে। দালাল মারফত জাল পরিচয় পেতে আগ্রহীরা এই চক্রের সঙ্গে যোগাযোগ করতো। দালালরা ১০ শতাংশ হারে কমিশন পেয়ে থাকে। পি কে হালদারদের ভুয়া পরিচয়পত্র করিয়ে দেয়ার ব্যাপারে যে প্রভাবশালীর নাম উঠে আসছে তিনি উত্তর চব্বিশ পরগনার এক বড় মাপের তৃণমূল নেতা বলে জানা গেছে। পি কে হালদার এঁর অনেক অনুষ্ঠান স্পনসর করেছেন বলেও ইডির কাছে খবর আছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews