নয়াপল্টনে যুবদলের সমাবেশে নেতাকর্মীদের ঢল

প্রথম নিউজ, ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে যুব সমাবেশ শুরু হয়েছে। আজ দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের আগেই নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক শোডাউন করে যুবদলের নেতাকর্মীরা। লোকারণ্য হয়ে পড়েছে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের সড়ক। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকার বিরোধী নানা স্লোগান দেন তারা। সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাইকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও সমাবেশের বিস্তৃতি ঘটেছে পল্টন, বিজয়নগর, ফকিরাপুল পর্যন্ত। এদিকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সঞ্চালনা করছেন সম্পাদক মোনায়েম মুন্না।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews