প্রথম নিউজ, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আরিফুল ইসলাম কাজলকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার ডোমনপুকুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক আরিফুল ইসলাম বগুড়া শাজাহানপুর উপজেলার পারতেখুর মধ্যপাড়া গ্রামের মৃত তালেব আলীর ছেলে। তিনি শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৩টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা কাজল ডোমনপুকুর এলাকায় প্রবেশ করলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাকে চিনে ফেলেন। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ও নেতা-কর্মীরা ধাওয়া দিয়ে তাকে আটক করে ফেলেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
আরিফুল ইসলাম কাজল বিগত সময়ে ক্ষমতার দাপটে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের এলাকাছাড়া করেছিলেন বলে অভিযোগ তোলেন এলাকাবাসী। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম জানান, আরিফুল ইসলাম কাজল ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলার আসামি।