নারায়ণগঞ্জে টিকিট কাউন্টার বন্ধ, ছাড়ছে না দূরপাল্লার বাস
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: তৃতীয় দফা অবরোধের প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দূরপাল্লার সব যানবাহন বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে টিকিট কাউন্টারগুলো। তবে দূরপাল্লার যানবাহনের জন্য কোনো যাত্রীকেও মহাসড়কে অপেক্ষা করতে দেখা যায়নি।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়। রাজিব হাওলাদার নামের এক টিকেট বিক্রেতা বলেন, সকাল থেকে এখনো পর্যন্ত কোনো বাস আসেনি। বাস না এলে কাউন্টার খুলে রেখে লাভ কি? অসীম সরকার নামের আরেক টিকেট বিক্রেতা বলেন, বাস চলাচল বন্ধের সঠিক কারণ আমার জানা নেই। এ বিষয়ে মালিক কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।
চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বের হওয়া অপার দেবনাথ নামের এক ব্যবসায়ী বলেন, ব্যবসায়িক কাজে বের হয়েছিলাম। এসে দেখি চট্টগ্রামের কোনো বাসই নেই। তাই চিন্তা করছি প্রাইভেটকার ভাড়া নিয়েই চট্টগ্রাম যাবো।এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, দূরপাল্লার যানবাহন কেন বন্ধ রয়েছে তা আমার জানা নেই। তবে যানবাহন চলাচলে কোথাও কোনো বিঘ্ন ঘটছে না।