নির্বাচনের আগে অ্যাসাইনমেন্টে ওয়াশিংটনে ফিরবেন রাষ্ট্রদূত ইমরান
প্রথম নিউজ,ঢাকা : বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিনিয়ত কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন মুহূর্তে বেশ লম্বা সময়ের জন্য ছুটি নিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। সে কারণে রাষ্ট্রদূত ইমরানের ছুটি নিয়ে আলোচনা হচ্ছে। অবশ্য রাষ্ট্রদূত আগের মঞ্জুরিকৃত ছুটি নিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। নির্বাচনের অনেক আগেই তিনি ওয়াশিংটনে চলে যাবেন বলেও জানিয়েছেন পররাষ্ট্র সচিব।রোববার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মাসুদ বিন মোমেন বলেন, রাষ্ট্রদূত ইমরানের এটা মঞ্জুরি ছুটি। এটা তিনি দুই বছর পর পর নেন। এ ছুটি ওনার পুরোনো দিনের পাওনা ছিল। ছুটির জন্য দরখাস্ত করা ছিল এবং এটা করা হয়েছে (মঞ্জুর)। এটার একটা লিমিট আছে। এ ছুটি এক মাসের বেশি হয় না। তিনি (রাষ্ট্রদূত) আরেকটু কম নিয়েছেন। নির্বাচনের আগে আগে চলে যাবেন।
নির্বাচন সন্নিকটে এবং যুক্তরাষ্ট্র থেকে যখন বাংলাদেশ নিয়ে বিভিন্ন বার্তা আসছে, এমন সময়ে রাষ্ট্রদূতের ছুটি নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, এটা হয়ত অনেকের অতি আগ্রহের ফল। কারণ রাষ্ট্রদূতরাও ডিফারেন্ট কাউন্ড অব লিভ, মেডিকেল লিভ নিতে পারেন, অনেক সময় হোম লিভও নিতে পারেন। ইমার্জেন্সি অনেক কাজ থাকে। বাংলাদেশে তাদের বাবা-মা অসুস্থ হয়ে যেতে পারে। হয়ত অবকাশ যাপন করার জন্য…। দেখা যাচ্ছে এক বছর অনেক কষ্ট করলেন, এরপর দুই-তিন সপ্তাহ একটা জায়গায় অবকাশ যাপন করলেন।
রাষ্ট্রদূত ছুটিতে গেলেও জরুরি প্রয়োজনে প্রযুক্তির সুবাদে তাকে যুক্ত করার সুযোগ রয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, এখনকার দিনে যেখানেই হোক সবাই ২৪ ঘণ্টা কানেকটেড (যুক্ত)। সুতরাং, যেকোনো জায়গা থেকে মিশনের যেকোনো কাজে নজর রাখতে পারবেন। আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তিনি হয়ত ঢাকায় আসছেন। নির্বাচনের অনেক আগেই তিনি ফিরেও যাবেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত ২২ নভেম্বর বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নোট ভারবাল পাঠিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে রাষ্ট্রদূত ইমরানের ছুটিতে যাওয়ার বিষয়টি অবহিত করা হয়। ওই নোটে, রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার মাহাদী হাসান চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়।