নির্বাচনকালীন সরকারে পরিবর্তন চায় ১৮ দল
সংলাপে অন্তত ১৮টি দল চলমান নির্বাচনকালীন সরকার নিয়ে নানা প্রস্তাব দিয়েছে। এর মধ্যে চারটি দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা বা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের সুপারিশ করেছে। ভোটের সময় স্বরাষ্ট্র, জনপ্রশাসনসহ কয়েক মন্ত্রণালয় ইসির অধীনে নিয়ে আসার প্রস্তাব দিয়েছে ১৩টি দল। চারটি দল নিবন্ধিত দলগুলোর সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের সুপারিশ করেছে।
প্রথম নিউজ, ঢাকা: বিদ্যমান নির্বাচনকালীন সরকার ব্যবস্থা পরিবর্তনের পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নেওয়া বেশিরভাগ দল। তবে বিএনপিসহ ৯টি দল এই সংলাপে অংশই নেয়নি। ইসির নিবন্ধিত ৩৯ দলের মধ্যে এখন পর্যন্ত ২৬টি দল সংলাপে অংশ নিয়েছে।
গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া সংলাপে অন্তত ১৮টি দল চলমান নির্বাচনকালীন সরকার নিয়ে নানা প্রস্তাব দিয়েছে। এর মধ্যে চারটি দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা বা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের সুপারিশ করেছে। ভোটের সময় স্বরাষ্ট্র, জনপ্রশাসনসহ কয়েক মন্ত্রণালয় ইসির অধীনে নিয়ে আসার প্রস্তাব দিয়েছে ১৩টি দল। চারটি দল নিবন্ধিত দলগুলোর সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের সুপারিশ করেছে।
এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, দিলীপ বড়ূয়ার সাম্যবাদী দল ও তরীকত ফেডারেশনও বর্তমান অবস্থার পরিবর্তন চেয়েছে। তারা ভোটের সময় স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ ইসির হাতে রাখার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া তপশিল ঘোষণার পরে সংসদ ভেঙে দেওয়া, মন্ত্রিপরিষদকে অকার্যকর রাখা, রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব ডিসিদের না দেওয়া এবং ইভিএম ব্যবহারের বিরুদ্ধে জোরালো বক্তব্য উঠে এসেছে সংলাপে।
২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দেশে ২০১৪ সালের জানুয়ারিতে দশম সংসদ ও ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দলীয় সরকার ও সংসদ বহাল রেখেই তখন ভোট গ্রহণ করা হয়। বিদ্যমান পদ্ধতি বহাল রেখেই আগামী সংসদ নির্বাচন চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপিসহ সমমনারা দলীয় সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানিয়ে আসছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে ভোটের দেড় বছর আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপের আয়োজন করেছে ইসি। এতে ইসির নিবন্ধিত সব রাজনৈতিক দলের সবাইকে পর্যায়ক্রমে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। সর্বশেষ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এতে অংশ নিতে অস্বীকৃতি জানায়। জাতীয় পার্টি-জেপি ও ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ সময় পরিবর্তনের অনুরোধ জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে। আগস্টের পরে বাকি দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা রয়েছে ইসির।
গণফোরাম, জমিয়তে উলামায়ে বাংলাদেশ ও খেলাফত আন্দোলন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা বা নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের দাবি তুলেছে। ১৩টি দলের পক্ষ থেকে নির্বাচনের সময় স্বরাষ্ট্র, জনপ্রশাসনসহ কয়েক মন্ত্রণালয় নির্বাচনকালীন ইসির অধীনে নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে। তবে এসব প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তাঁর মতে, এসব প্রস্তাব নিয়ে ইসির উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। এই সংলাপে এক ধরনের ঐকমত্য সৃষ্টি হয়েছে বলেও মনে করেন তিনি।
আগামী সংসদ নির্বাচনে ইসির করণীয় সম্পর্কে দলগুলোর পরামর্শ নেওয়ার জন্য এই সংলাপ হলেও ঘুরেফিরে নির্বাচনকালীন সরকারই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। তবে এর সমাধান দেওয়ার সাংবিধানিক সুযোগ ইসির হাতে নেই বলে মনে করছে সংস্থাটি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালও বলেছেন, সংবিধানের মধ্যে থেকেই ইসিকে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সরকারের কাছে তুলে ধরা হবে। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ঐকমত্য সৃষ্টির আহ্বান জানিয়ে সিইসি বলেছেন, এটা করতে পারলে সংবিধান কোনো বাধা নয়। জনগণের প্রয়োজনে সংবিধান সংশোধনও করা যেতে পারে।
বিশ্নেষকরা বলছেন, আপাতদৃষ্টিতে দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট চলমান বিরোধ একটি ইস্যুতে আটকে রয়েছে। একপক্ষ বলছে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অন্যপক্ষ বলছে, বিদ্যমান সংবিধানের আলোকে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। সিইসিও সংলাপে বারবার বলেছেন, রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। সংবিধান ও আইন পরিবর্তন হলে তা মেনে চলতে ইসি বাধ্য।
এনডিএম ও বাংলাদেশ কংগ্রেস নির্বাচনের সময় জনপ্রশাসনকে ইসির নিয়ন্ত্রণে নেওয়া এবং জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনে রদবদল আনার সুপারিশ করেছে। বাংলাদেশ কংগ্রেস নির্বাচনের সময় স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসির তত্ত্বাবধানে পরিচালনার প্রস্তাব করেছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নির্বাচনকালে স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত করার প্রস্তাব করে। ভোটের আগের তিন মাস ও পরের তিন মাস কর্মকর্তাদের বদলি, শাস্তি, পদোন্নতি বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে বলে তাদের প্রস্তাবে উল্লেখ করা হয়।
ইসলামী ফ্রন্ট নির্বাচনের সময় স্থানীয় সরকার, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়; বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থ, তথ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইসির প্রত্যক্ষ নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব করেছে। খেলাফত মজলিস, তরীকত ফেডারেশন, সাম্যবাদী দল (এমএল), গণফ্রন্ট, খেলাফত আন্দোলন, ইসলামিক ফ্রন্ট, মুসলিম লীগও প্রায় একই ধরনের প্রস্তাব করেছে। ভোটের সময় ইসির চাহিদা অনুযায়ী নির্বাহী বিভাগকে তাদের অধীনে ন্যস্ত করার প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
সংলাপে অংশ নেয়নি বিএনপি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ জাতীয় পার্টি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews