নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি হিমাগার ব্যবসায়ীদের
প্রথম নিউজ, ঢাকা : কয়লা সংকটের কারণে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রতি দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দেয়। জেলা ও উপজেলা পর্যায়ে এর প্রভাব পড়েছে বেশি।
নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে কোল্ড স্টোরেজ বা হিমাগারে সংরক্ষিত পচনশীল দ্রব্যসামগ্রী নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে। এমন পরিস্থিতিতে হিমাগার শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এ খাতের উদ্যোক্তারা।
সোমবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছোট-বড় মিলিয়ে চার শতাধিক হিমাগার রয়েছে সারাদেশে। যেগুলোতে সাধারণত আলু, বীজ আলু, রপ্তানিযোগ্য আলু, শিল্পে ব্যবহৃত আলু, ফলমূল, মাছ, মাংসসহ অন্যান্য পচনশীল দ্রব্যসামগ্রী সংরক্ষণ করা হয়ে থাকে। যা সারা বছর বাজার চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়।
এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, লোডশেডিংয়ের কারণে হিমাগারের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। ফলে সংরক্ষণ করা পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে। এমনকি পণ্যসামগ্রী পচনের ঝুঁকিতে পড়েছে। যা কৃষক, ব্যবসায়ী এবং হিমাগার মালিকের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। হিমায়িত দ্রব্যসামগ্রী ক্ষতিগ্রস্ত হলে এসব পণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে, হিমাগার শিল্পে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণে সরকারকে অনুরোধ জানান তিনি।