নির্ধারিত সময়ে আসছে শাহরুখের ‘ডাঙ্কি’
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখের সুখের পালে যেন ঝড়ো হাওয়া বইছে। চলতি বছরে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটিতেই তিনি তার অভিনয় ক্যারিশমা দেখিয়ে বাজিমাত করেছেন। এরপর তিনি আরও একটি সিনেমা চলতি বছরেই প্রেক্ষাগৃহে আনার ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে। সিনেমাটির নাম ‘ডাঙ্কি’।
অনেকে মনে করছেন শাহরুখের এ সিনেমা চলতি বছরে মুক্তি নাও পেতে পারে। তাই শাহরুখের অনুরাগীদের একাংশ ‘ডাঙ্কি’ সিনেমা নিয়ে বেশ চিন্তিত। সম্প্রতি শোনা গেছে, আবারও নাকি এ সিনেমার মুক্তির তারিখ পিছিয়েছে। অবশেষে নির্মাতাও জানিয়েছেন দিয়েছেন যে এটি ভুয়া খবর। চলতি বছরের বড়দিনেই মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। শাহরুখ খানের সিনেমা মুক্তির তারিখ পিছাচ্ছে না।
শুক্রবার রাতে সেই ব্যাপারে নিশ্চিত করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি আরও জানান যে, শিগগিরই নির্মাতারা সিনেমার টিজার প্রকাশ্যে আনবেন। এদিন তরণ আদর্শ তার পোস্টে লেখেন, শাহরুখ খান ‘ডাঙ্কি’ নট পোস্টপন! ‘হ্যাঁ, ডাঙ্কি আসছে ২০২৩ সালের বড়দিনেই। ডাঙ্কির টিজার মুক্তি পাবে শিগশির। অর্থাৎ, স্বস্তির খবর শাহরুখ অনুরাগীদের। তাদের বেশি অপেক্ষা করতে হবে না। ঘোষণা অনুযায়ী সঠিক সময়ে এটি মুক্তি পাবে এটি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে, ২২ ডিসেম্বর শাহরুখ খানের ‘ডাঙ্কি’ মুক্তি পাবে না। প্রভাসের ‘সালার’ সিনেমার সঙ্গে সংঘর্ষ এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। তবে এই প্রথম নয়। এর আগেও ‘ডাঙ্কি’র মুক্তির তারিখ উঠেছিল শিরোনামে।
এদিকে কিং খানের বেশিরভাগ ভক্তদের আর যেন অপেক্ষার প্রহর কাটছে না। তারা কখন ‘ডাঙ্কি’ দেখবেন তা নিয়ে অধীর আগ্রহে আছেন।