নেপালের নতুন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল

নেপালের নতুন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল
নেপালের নতুন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল

প্রথম নিউজ, ডেস্ক : নেপালের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের জেষ্ঠ্য নেতা রাম চন্দ্র পাওদেল দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নেপালের পার্লামেন্টের বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল- ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্টের (সিপিএন-ইউএমএল) ভাইস চেয়ারম্যান সুভাষ চন্দ্র নেমবাংকে ১৮ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: