নদীতে ভেসে যাওয়া মায়ের লাশ উদ্ধার, খোঁজ মেলেনি দুই সন্তানের
প্রথম নিউজ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলার দাড়াঁইন নদী পার হওয়ার সময় দুই সন্তানসহ নিখোঁজের পর মায়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২০ জুন) সকালে মাউতি বিল থেকে দুর্লভ রানী দাসের (৩০) মরদেহ উদ্ধার করা হয়।
দুর্লভ রানী শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রথীন্দ্র কুমার দাসের স্ত্রী। এ ঘটনায় এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই শিশু হলো- জবা রানী দাস (৭) ও বিজয় কুমার দাস (৫)।
সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাড়াঁইন নদী দিয়ে দুর্লভ তার দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ নদীতে স্রোতের কবলে পড়ে ছেলে পানিতে ভেসে যায়। সন্তানকে উদ্ধার করতে গিয়ে মেয়েসহ তিনিও নিখোঁজ হন। খবর পেয়ে সারারাত উদ্ধার তৎপরতা অব্যাহত রাখলেও নিখোঁজদের সন্ধান মেলেনি।
শাল্লা থানার ওসি জানান, তিন জন স্রোতে ভেসে নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে দুর্লভ রানীর লাশ মাউতি বিলে পাওয়া যায়। নিখোঁজ শিশুদের লাশ উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।