নতুন রিলে মধুমিতা

মধুমিতার পরনে ছিল কালো হট প্যান্টের সঙ্গে হোয়াইট টি-শার্ট ও কমলা শ্রাগ।

নতুন রিলে মধুমিতা
নতুন রিলে মধুমিতা
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: দক্ষিণের জনপ্রিয় গানগুলোর সঙ্গে কোমর দুলিয়ে রিল বানানো আজকাল ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। এই রিল তৈরির তালিকা থেকে বাদ পড়েন না তারকারাও। সম্প্রতি তামিল ভাষায় তৈরি হওয়া অ্যাকশন থ্রিলার ছবি ‘এনিমি’তে ব্যবহৃত ‘টাম টাম’ গানটি সুপারহিট হয়েছে। তাই মাঝে মধ্যেই এই গানের সঙ্গে নেচে উঠতে দেখা যায় নেটপাড়ার অনেককেই। এবার সেই ট্রেন্ডেই গা ভাসালেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। ছবিতে ‘টাম টাম’ গানটি ব্যবহৃত হয়েছিল এক বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে। সেই গানে নাচতে দেখা গিয়েছিল মিরনালিনি রবি, বিশাল ও আর্য তামিলকে। বিবেকের লিরিকের সঙ্গে গানটি গেয়েছিলেন শ্রী বর্ধিনী, অদিতি, সত্য যামিনী, রোশিনী ও তেজস্বিনী। আর সবার সঙ্গে গা ভাসিয়ে নিজেও নাচের রিল বানালেন অভিনেত্রী। নতুন রিলে মধুমিতাকে দেখা গিয়েছে নো-মেকআপ লুকের সঙ্গে এলো চুলে নাচের ছন্দে কোমর দোলাতে।
মধুমিতার পরনে ছিল কালো হট প্যান্টের সঙ্গে হোয়াইট টি-শার্ট ও কমলা শ্রাগ। আর এভাবে নিজের নাচের দৃশ্য প্রকাশ করায় বিপাকে পড়তে হয়েছে অভিনেত্রীর। ভাইরাল ভিডিওতে নানা ধরনের নেতিবাচক কমেন্ট করেছেন নেটিজেনরা। মধুমিতা এভাবে একদমই বেমানান, এমনটাই দাবি তাদের। অনেকে বলছেন, ট্রেন্ডে গা ভাসাতেই হবে এমন হতে হবে কেন! এদিকে অভিনেত্রীর হাতে এই মুহূর্তে রয়েছে বেশকিছু নতুন কাজ। যার মধ্যে মৈনাক ভৌমিকের পরিচালনায় ‘চিনি-টু’র শুটিং ইতিমধ্যেই শুরু করেছেন মধুমিতা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: