না’গঞ্জের আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার
মহাসড়কে ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে ছিনতাই ও ডাকাতি করা চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন
হয়, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৩৮ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। পরদিন ২২ আগষ্ট মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই।তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদেও ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারী পিবিআই’র একটি টিম ব্রাক্ষনবাড়ীয়া জেলার নাসিরনগর থানা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সাইফুল ইসলাম স্বপন (৪৯) নূর ইসলাম (৩৬) রাসেল (৩৪) রতন (৩৬) ও বাবুল হোসেন (৪৩)কে গ্রেফতার করে। দ্বিতীয় দফা গত ৭ মার্চ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে শাহরিয়ার ও সালাউদ্দীনকে হতে গ্রেফতার করে।
পুলিশ সুপার জানান, আসামীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই দিন পুরান স্বর্ণ বিক্রি করে ঢাকার তাঁতী বাজার এলাকায় স্বর্ণপট্টি থেকে বের হওয়ার সময় বাদিকে অনুসরণ করে আাসামী সালাউদ্দিন। বাদী সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রামগামী খাদিজা পরিবহনে উঠলে আসামী সালাউদ্দীন কৌশলে একই বাসে উঠে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে পৌঁছলে ডিবি পরিচয়ে ডাকাতি করে। এ চক্রের সদস্যরা মহাসড়কে ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে ছিনতাই ও ডাকাতি করে থাকে।