না.গঞ্জে গায়েবি মামলার প্রতিবাদে আইনজীবীদের অবস্থান

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) এসপি অফিসের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন জেলা ইউনাইটেড লইয়ার ফ্রন্টের সদস্যরা।

না.গঞ্জে গায়েবি মামলার প্রতিবাদে আইনজীবীদের অবস্থান

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) এসপি অফিসের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন জেলা ইউনাইটেড লইয়ার ফ্রন্টের সদস্যরা। এ সময় অবিলম্বে গায়েবি মামলা ও নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশি তল্লাশির নামে হয়রানি বন্ধের দাবি জানান আইনজীবীরা।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, গত পরশু নারায়ণগঞ্জের ফতুল্লায় কোনো ঘটনা ছাড়াই গায়েবি মামলা দায়ের করা হয়েছে। এরকম আমাদের নামে প্রতিটি থানায় শত শত গায়েবি মামলা আছে। এসব মামলায় বর্ণিত কোনো ঘটনাই ঘটেনি। শুধু হয়রানির জন্য আমাদের নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছে। এ ধরনের মামলা যেন না হয় সে জন্য পুলিশ সুপারের কাছে আমাদের এই কর্মসূচি। সেখানে নারায়ণগঞ্জ জেলা ইউনাইটেড লইয়ার ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।