নিখোঁজ ২ কিশোরীর সন্ধানে তল্লাশির সময় মিলল ৭ মরদেহ
প্রথম নিউজ, ডেস্ক : ওকলাহোমা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশনের তথ্য অনুসারে, ওকলাহোমার হেনরিয়েটা শহরে সাতটি মৃতদেহ পাওয়া গেছে
নিখোঁজ দুই মার্কিন কিশোরীর সন্ধানে তল্লাশির সময় যুক্তরাষ্ট্রে সাতটি মৃতদেহ পাওয়া গেছে। উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে নিখোঁজ ওই দুই কিশোরীর মরদেহও রয়েছে। স্থানীয় সময় সোমবার (১ মে) যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে মঙ্গলবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার নিখোঁজ দুই কিশোরীর সন্ধানে পুলিশের তল্লাশির সময় সাতটি মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। ভুক্তভোগীদের আনুষ্ঠানিকভাবে এখনও শনাক্ত করা যায়নি এবং তাদের মধ্যে নিখোঁজ ১৪ ও ১৬ বছর বয়সী দুই কিশোরী রয়েছে কিনা কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।
তবে বার্তাসংস্থা রয়টার্স বলছে, ওকলাহোমা অঙ্গরাজ্যের হেনরিয়েটা শহরের কাছে সোমবার বিকেলে নিখোঁজ দুই কিশোরী এবং একজন দোষী সাব্যস্ত যৌন অপরাধীসহ সাতজনের মৃতদেহ পাওয়া গেছে বলে কাউন্টি শেরিফ বলেছেন।
বস্তুত দোষী সাব্যস্ত ওই যৌন অপরাধীর সঙ্গেই নিখোঁজ ওই দুই কিশোরীকে সর্বশেষ দেখা গিয়েছিল বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
ওকমুলজি কাউন্টি শেরিফ এডি রাইস একটি টেলিভিশন চ্যানেলের প্রচারিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, যৌন অপরাধী জেসি ম্যাকফ্যাডেন যেখানে থাকতেন সেখানে অফিসাররা তল্লাশি চালানোর সময় ১৪ বছর বয়সী আইভি ওয়েবস্টার এবং ১৬ বছর বয়সী ব্রিটানি ব্রুয়ারের মৃতদেহ পাওয়া যায়।
অন্যান্য মৃতদেহ সম্ভবত ম্যাকফ্যাডেন এবং তার পরিবারের সদস্যদের হতে পারে বলে রাইস উল্লেখ করেছেন। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, মেডিকেল পরীক্ষকের মাধ্যমে এখনও পর্যন্ত কোনও ভুক্তভোগীকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি।
এর আগে সোমবার দিনের প্রথম ভাগে দুই কিশোরীর নিখোঁজ হওয়ার বিষয়ে অ্যাম্বার সতর্কতা জারি করে কাউন্টি। কিন্তু মৃতদেহ উদ্ধার হওয়ার পর পর সেই সতর্কতা বাতিল করা হয়। রাইস বলেন, ‘ভুক্তভোগীদের পরিবার, বন্ধু, স্কুলের সহপাঠী এবং অন্য সবার জন্য সমবেদনা। এটি কেবল একটি ট্র্যাজেডি।’
রাইস আরও বলেন, সোমবার আনুমানিক বিকেল ৩টার দিকে অফিসাররা ঘটনাস্থলে যান এবং অনুসন্ধান করেন। পরে তাদের মৃতদেহ পাওয়া যায়।
ব্রিটানি ব্রুয়ারের বাবা নাথান ব্রুয়ারের বরাত দিয়ে স্থানীয় টেলিভিশন কেওটিভি জানিয়েছে, ব্রিটানি ব্রুয়ার গত সপ্তাহান্তে ম্যাকফ্যাডেন পরিবারের সাথে সময় কাটাতে গিয়েছিলেন। রোববার রাতে তার বাড়ি ফেরার কথা থাকলেও আর ফিরে আসেননি।