ধর্ষণের দায়ে তিন আসামিকে ফাঁসিতে ঝোলালো ইরান
প্রথম নিউজ, ডেস্ক : ভুয়া ক্লিনিকের বিজ্ঞাপন দিয়ে নারীদের ফাঁদে ফেলে ধর্ষণের দায়ে তিনজনকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান। মঙ্গলবার (৪ জুলাই) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়েছে, ওই তিন আসামি প্রথমে একটি ভুয়া কসমেটিক সার্জারি ক্লিনিকের বিজ্ঞাপন দিয়ে নারীদের প্রলুব্ধ করতো। এরপর নির্দিষ্ট স্থানে গেলে চেতনানাশকের সাহায্যে অজ্ঞান করে তাদের ধর্ষণ করতো।
ইরানি বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে ২০২১ সালের শেষের দিকে যৌন নির্যাতনের ১২টি মামলায় ওই তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
হরমোজগানের প্রধান বিচারপতি মোজতবা ঘহরেমানিকে উদ্ধৃত করে বলা হয়েছে, একটি অননুমোদিত বিউটি সেলুনে বহু নারীকে ধর্ষণকারী তিন ব্যক্তিকে আজ সকালে বন্দর আব্বাস কারাগারে ফাঁসি দেওয়া হয়েছে।
আসামিদের মধ্যে একজন ছিলেন চিকিৎসা সহকারী (মেডিকেল অ্যাসিসট্যান্ট)। তিনি অনলাইনে ‘ভুয়া বিজ্ঞাপন’ দিয়ে সাত ভুক্তভোগীকে নকল ক্লিনিকে যেতে প্রলুব্ধ করেন। এরপর চেতনানাশক ইনজেকশন দিয়ে তাদের ধর্ষণ করেন।
বাকি দুই আসামি উভয়েই নার্স। তাদের বিরুদ্ধে পাঁচটির বেশি ধর্ষণের পাশাপাশি মাদক চুরির অভিযোগও ছিল।
আন্তর্জাতিক অধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, পৃথিবীতে চীনের পরে ইরানেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত বছর মধ্যপ্রাচ্যের দেশটিতে অন্তত ৫৮২ জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, যা ২০১৫ সালের পর থেকে সর্বোচ্চ।