ধামরাইয়ে বিএনপির ৪৮ ঘন্টা হরতাল সফল ভাবে পালিত হয়েছে
প্রথম নিউজ , ধামরাই : ধামরাইয়ে বিএনপির টানা ৪৮ ঘন্টা হরতালের সফল হয়েছে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি ।
বিএনপির সারাদেশে টানা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিনে ধামরাইয়ের ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর থেকে বারবাড়িয়া পর্যন্ত দূরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি । এদিকে অফিস গামী ব্যাক্তিরা রিসকা ভ্যান ,ও অটোতে করে অফিসে যেতে দেখা গেছে । কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই ধামরাইয়ে সফল হরতাল পালিত হয়েছে ।